মথি 4:2-9 পবিত্র বাইবেল (SBCL)

2. সেখানে চল্লিশ দিন ও চল্লিশ রাত উপবাস করবার পর যীশুর খিদে পেল।

3. তখন শয়তান এসে তাঁকে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বল।”

4. যীশু উত্তরে বললেন, “পবিত্র শাস্ত্রে লেখা আছে,মানুষ কেবল রুটিতেই বাঁচে না,কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে।”

5. তখন শয়তান যীশুকে পবিত্র শহর যিরূশালেমে নিয়ে গেল এবং উপাসনা-ঘরের চূড়ার উপর তাঁকে দাঁড় করিয়ে বলল,

6. “তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে লাফ দিয়ে নীচে পড়, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে,ঈশ্বর তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন;তাঁরা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেনযাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।”

7. যীশু শয়তানকে বললেন, “আবার এই কথাও লেখা আছে,তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেয়ো না।”

8. তখন শয়তান আবার তাঁকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও তাঁদের জাঁকজমক দেখিয়ে বলল,

9. “তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করে তোমার প্রভু বলে স্বীকার কর তবে এই সবই আমি তোমাকে দেব।”

মথি 4