ছাত্রের পক্ষে শিক্ষকের মত হওয়া আর দাসের পক্ষে মনিবের মত হওয়াই যথেষ্ট। ঘরের কর্তাকেই যখন তারা বেল্সবূল বলেছে তখন ঘরের অন্য সবাইকে আরও কত বেশী করেই না বেল্সবূল বলবে।