12. রাজারা কিম্বা জগতের কোন লোকই বিশ্বাস করত না যে,যিরূশালেমের ফটক দিয়ে কোন শত্রু বা বিপক্ষ ঢুকতে পারে।
13. এই ঘটনা ঘটেছিল তার নবীদের পাপের জন্য,তার পুরোহিতদের অন্যায়ের জন্য,কারণ সেখানেই তারা সৎ লোকদের রক্তপাত করত।
14. তাই তারা অন্ধদের মত রাস্তায় রাস্তায় হাঁত্ড়ে বেড়িয়েছে;তারা এমনভাবে রক্তে অশুচি হয়েছে যে,কেউ তাদের কাপড় ছুঁতে চাইত না।
15. লোকে চিৎকার করে তাদের বলেছে,“সরে যাও, তোমরা অশুচি।সরে যাও, সরে যাও, আমাদের ছুঁয়ো না।”তারা পালিয়ে গিয়ে ঘুরে বেড়িয়েছে;অন্যান্য জাতির লোকেরা বলেছে,“তারা এখানে আর থাকতে পারবে না।”
16. সদাপ্রভু নিজেই তাদের ছড়িয়ে দিয়েছেন;তিনি তাদের প্রতি আর মনোযোগ দেন না।লোকে পুরোহিতদের সম্মান দেখায় না,দয়া করে না বৃদ্ধ নেতাদের।
17. তবুও সাহায্যের জন্য মিথ্যাই তাকিয়ে থেকে থেকেআমাদের চোখ দুর্বল হয়ে পড়েছে;আমরা অনবরত এমন এক জাতির দিকে তাকিয়ে ছিলামযে জাতি আমাদের রক্ষা করতে পারত না।