বিলাপ 3:20-38 পবিত্র বাইবেল (SBCL)

20. তা সব সময়ই আমার মনে আছে,আর আমার প্রাণ আমার ভিতরে দুঃখিত হয়ে আছে।

21. তবুও আমার আশা আছে,কারণ আমি এই কথা মনে করি:

22. সদাপ্রভুর অটল ভালবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না,কারণ তাঁর করুণা কখনও শেষ হয় না;

23. প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়;তাঁর বিশ্বস্ততা মহৎ।

24. আমি মনে মনে বলি, “সদাপ্রভুই আমার সম্পত্তি,তাই আমি তাঁর উপর আশা রাখব।”

25. সদাপ্রভুর উপর যারা আশা রাখে ও তাঁর উপর নির্ভর করেতাদের তিনি মংগল করেন।

26. সদাপ্রভু উদ্ধার না করা পর্যন্তনীরবে অপেক্ষা করা ভাল।

27. যৌবন কালে জোয়াল বহন করা মানুষের জন্য ভাল।

28. সদাপ্রভুই সেই জোয়াল তার উপর দিয়েছেন,তাই সে একা চুপ করে বসে থাকুক।

29. সে ধুলাতে মুখ ঢাকুক,হয়তো আশা থাকতেও পারে।

30. যে তাকে মারছে তার কাছে সে গাল পেতে দিক,নিজেকে অপমানে পূর্ণ হতে দিক।

31. প্রভু তো চিরদিনের জন্য মানুষকে দূর করে দেন না।

32. যদি বা তিনি দুঃখ দেন,তবুও তাঁর অটল ভালবাসা অনুসারে তিনি করুণা করবেন,

33. কারণ তিনি ইচ্ছা করেমানুষকে কষ্ট কিম্বা মনোদুঃখ দেন না।

34. দেশের সব বন্দীদের পায়ে দলানো,

35. মহান ঈশ্বরের সামনে মানুষের অধিকারকে অস্বীকার করা,

36. ন্যায়বিচার হতে না দেওয়া-এ সব কি প্রভু দেখবেন না?

37. যদি সদাপ্রভু আদেশ না দেনতবে কে মুখে বলে কিছু ঘটাতে পারে?

38. মহান ঈশ্বরের মুখ থেকেই কিঅমংগল ও মংগল বের হয় না?

বিলাপ 3