বিলাপ 3:2-8 পবিত্র বাইবেল (SBCL)

2. তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন;তিনি আমাকে আলোতে নয়, কিন্তু অন্ধকারে হাঁটিয়েছেন;

3. সত্যিই সারাদিন ধরে তিনি আমার বিরুদ্ধেবারে বারে তাঁর হাত তুলেছেন।

4. আমার চামড়া ও মাংসকে তিনি শুকিয়ে ফেলেছেনআর হাড়গুলো ভেংগে দিয়েছেন।

5. তিনি মনোদুঃখ ও কষ্ট দিয়েআমাকে আটক করে ঘিরে রেখেছেন।

6. যারা অনেক দিন আগে মারা গেছেতাদের মত করে তিনি আমাকে অন্ধকারে বাস করিয়েছেন।

7. আমি যাতে পালাতে না পারিসেজন্য তিনি আমার চারদিক ঘিরে রেখেছেন;আমাকে ভারী শিকল দিয়ে বেঁধেছেন।

8. যখন আমি ডাকি বা সাহায্যের জন্য কাঁদি,তখন আমার প্রার্থনা তিনি শোনেন না।

বিলাপ 3