বিলাপ 3:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. আমি সেই লোক, যে সদাপ্রভুর ক্রোধের শাস্তি পেয়েছে।

2. তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন;তিনি আমাকে আলোতে নয়, কিন্তু অন্ধকারে হাঁটিয়েছেন;

3. সত্যিই সারাদিন ধরে তিনি আমার বিরুদ্ধেবারে বারে তাঁর হাত তুলেছেন।

বিলাপ 3