20. হে সদাপ্রভু, তাকাও, ভেবে দেখ,তুমি তো আর কারও প্রতি এই রকম ব্যবহার কর নি?স্ত্রীলোকেরা কি তাদের নিজেদের সন্তানদের খাবেযাদের তারা লালন-পালন করেছে?প্রভুর পবিত্র জায়গায় কিপুরোহিত ও নবীদের মেরে ফেলা হবে?
21. ছেলে ও বুড়োরা ধুলার মধ্যে রাস্তায় রাস্তায় পড়ে আছে;আমার যুবক ও যুবতীরা তলোয়ারের ঘায়ে পড়ে গেছে।তোমার ক্রোধের দিনে তুমি তাদের মেরে ফেলেছ;তুমি তাদের কেটে ফেলেছ, মমতা কর নি।