বিলাপ 2:10-14 পবিত্র বাইবেল (SBCL)

10. সিয়োন-কন্যার বৃদ্ধ নেতারা চুপ করে মাটিতে বসে আছেন।তাঁরা নিজেদের মাথায় ধুলা ছড়িয়েছেনআর ছালার চট পরেছেন।যিরূশালেমের যুবতী মেয়েরাদুঃখে মাটিতে মাথা ঠেকিয়েছে।

11. কাঁদতে কাঁদতে আমার চোখ দুর্বল হয়ে পড়েছে,আমার ভিতরেও যন্ত্রণা হচ্ছে;আমার লোকেরা ধ্বংস হয়েছে,আর ছেলেমেয়েরা ও শিশুরা শহরের খোলা জায়গাগুলোতেঅজ্ঞান হয়ে পড়ে আছে।সেইজন্য আমার অন্তর যেন মাটিতে ঢেলে পড়ছে।

12. তারা তাদের মায়েদের বলে,“রুটি আর আংগুর-রস কোথায়?”এই বলে তারা শহরের খোলা জায়গাগুলোতে আহত লোকের মতঅজ্ঞান হয়ে পড়ছে;মায়ের কোলের মধ্যে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে।

13. হে যিরূশালেম-কন্যা, আমি কি কথা বলে তোমার পক্ষ নেব?কিসের সংগে আমি তোমার তুলনা করব?হে সিয়োন কুমারী-কন্যা, তোমাকে সান্ত্বনা দেবার জন্যআমি কিসের সংগে তোমাকে সমান করে দেখব?তোমার আঘাত সাগরের মত বড়;কে তোমাকে সুস্থ করতে পারে?

14. তোমার নবীদের দর্শন মিথ্যা ও বাজে;তোমার বন্দীদশা যাতে দূর হয়ে যায়সেজন্য তারা তোমার পাপ দেখিয়ে দেয় নি।ভবিষ্যদ্বাণী হিসাবে তারা যা তোমাদের বলেছে তা মিথ্যা;তা তোমাদের ভুল পথে চালিয়েছে।

বিলাপ 2