20. আকাশ থেকে তারাগুলোই যুদ্ধ করল,নিজের নিজের বাঁধা পথে থেকেযুদ্ধ করল সীষরার বিরুদ্ধে।
21. সেই পুরাকালের নদীর জল,সেই কীশোন নদীর জলশত্রুদের ভাসিয়ে নিয়ে গেল।হে আমার অন্তর, শক্ত হয়ে এগিয়ে চল।
22. তারপর মাটি কেঁপে উঠলঘোড়ার খুরের ঘায়েআর শক্তিশালী ঘোড়াগুলো চললখট্-খটা-খট্ করে।
23. সদাপ্রভুর দূত বললেন,“মেরোসকে অভিশাপ দাও,ভীষণভাবে অভিশাপ দাওসেখানকার লোকদের;তারা কেউ যুদ্ধে সদাপ্রভুর সংগেযোগ দেয় নি,যোগ দেয় নি শক্তিশালীদের বিরুদ্ধে।