13. তারপর বেঁচে থাকা লোকেরাগণ্যমান্য লোকদের কাছে আসল;সদাপ্রভুর লোকেরা যুদ্ধ করবার জন্যআসল আমার কাছে।
14. কিছু লোক আসল ইফ্রয়িম থেকেযেখানে অমালেকীয়েরা বাস করত;তারা আসল বিন্যামীন-গোষ্ঠীরলোকদের পিছনে।মাখীর থেকে নেতারা আসলেন,আর সবূলূন থেকে শাসনকর্তারা আসলেনদণ্ড হাতে নিয়ে।
15. ইষাখরের সেনাপতিরা দবোরারসংগে গেলেন;ইষাখরের লোকেরা দৌড়ে উপত্যকায়নেমে গেলবারকের পিছে পিছে।রূবেণের সৈন্যদল শক্তভাবেমন স্থির করল।
16. হে রূবেণের লোকেরা,কেন তোমরা ভেড়ার খোঁয়াড় দু’টারমাঝখানে বসে ছিলে?তোমরা কি রাখালদের বাঁশীশুনতে চেয়েছিলে?রূবেণের সৈন্যদলের মধ্যেভীষণ মতের অমিল হল।
17. গিলিয়দের লোকেরা রয়ে গেলযর্দনের ওপারে।দান-গোষ্ঠী কেন রয়ে গেলজাহাজের কাছে?আশের-গোষ্ঠীর লোকেরাসাগরের পারে রয়ে গেল;তারা বন্দরের কাছেই রয়ে গেল।