বিচারকর্তৃগণ 5:11-15 পবিত্র বাইবেল (SBCL)

11. শোন, জল তুলবার জায়গায়লোকেরা বলাবলি করছে;তারা ইস্রায়েলের গ্রামের লোকদের জন্যসদাপ্রভুর উদ্ধার-কাজের কথা বলছে।এসব শুনে সদাপ্রভুর লোকেরাশহরের ফটকগুলোর কাছে গেল।

12. জাগো দবোরা, জাগো!জাগো, জাগো, গান গাও।ওহে অবীনোয়মের ছেলে বারক, ওঠো;যুদ্ধে যারা ধরা পড়েছে তাদের নিয়ে যাও।

13. তারপর বেঁচে থাকা লোকেরাগণ্যমান্য লোকদের কাছে আসল;সদাপ্রভুর লোকেরা যুদ্ধ করবার জন্যআসল আমার কাছে।

14. কিছু লোক আসল ইফ্রয়িম থেকেযেখানে অমালেকীয়েরা বাস করত;তারা আসল বিন্যামীন-গোষ্ঠীরলোকদের পিছনে।মাখীর থেকে নেতারা আসলেন,আর সবূলূন থেকে শাসনকর্তারা আসলেনদণ্ড হাতে নিয়ে।

15. ইষাখরের সেনাপতিরা দবোরারসংগে গেলেন;ইষাখরের লোকেরা দৌড়ে উপত্যকায়নেমে গেলবারকের পিছে পিছে।রূবেণের সৈন্যদল শক্তভাবেমন স্থির করল।

বিচারকর্তৃগণ 5