প্রেরিত্‌ 2:24-28 পবিত্র বাইবেল (SBCL)

24. কিন্তু ঈশ্বর মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত করে তাঁকে জীবিত করে তুলেছেন, কারণ তাঁকে ধরে রাখবার সাধ্য মৃত্যুর ছিল না।

25. দায়ূদ তাঁর বিষয়ে বলেছেন,‘আমার চোখ সব সময় প্রভুর দিকে আছে;তিনি আমার ডান পাশে আছেন বলে আমি স্থির থাকব।

26. এইজন্য আমার মন খুশীতে ভরা,আমার জিভ্‌ আনন্দের কথা বলে,আমার দেহও আশা নিয়ে বাঁচবে;

27. কারণ তুমি আমাকে মৃতস্থানে ফেলে রাখবে না,তোমার ভক্তের দেহকে তুমি নষ্ট হতে দেবে না।

28. জীবনের পথ তুমি আমাকে জানিয়েছ;তোমার কাছে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ।’

প্রেরিত্‌ 2