পরমগীত 6:5-9 পবিত্র বাইবেল (SBCL)

5. আমার দিক থেকে তোমার চোখ ফিরিয়ে নাও;ও দু’টা আমাকে ব্যাকুল করে তোলে।তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকেনেমে আসা ছাগলের পাল।

6. তোমার দাঁতগুলো যেন স্নান করে আসা ভেড়ীর পাল;তাদের প্রত্যেকটারই জোড়া আছে,কোনটাই হারিয়ে যায় নি।

7. ঘোমটার মধ্যে তোমার কপালের দু’পাশযেন আধখানা করা ডালিম।

8. ষাটজন রাণী, আশিজন উপস্ত্রীআর অসংখ্য মেয়ে থাকতে পারে,

9. কিন্তু আমার ঘুঘু, আমার নিখুঁত জনের মত আর কেউ নেই।সে তার মায়ের একমাত্র মেয়ে,যিনি তাকে গর্ভে ধরেছিলেন তাঁর আদরের মেয়ে।মেয়েরা তাকে দেখে ধন্যা বললআর রাণীরা ও উপস্ত্রীরা তার প্রশংসা করলেন।

পরমগীত 6