1. হে সেরা সুন্দরী, তোমার প্রিয় কোথায় গেছেন?তিনি কোন্দিকের পথ ধরেছেন?বল, যাতে আমরা তোমার সংগে তাঁর খোঁজ করতে পারি।
2. আমার প্রিয় গেছেন তাঁর বাগানেসুগন্ধি মশলার বীজতলায়;গেছেন খেয়ে বেড়াবার জন্যআর লিলি ফুল তুলবার জন্য।
3. আমি আমার প্রিয়েরই এবং তিনি আমারই,তিনি লিলি ফুলের বনে চরেন।
4. প্রিয়া আমার, তুমি তির্সা শহরের মত সুন্দরী,যিরূশালেমের মত চমৎকার;নিশান উড়ানো সৈন্যদলের মত তোমার জাঁকজমক।