আমার প্রিয় যেন কৃষ্ণসার কিম্বা হরিণের বাচ্চা।ঐ দেখ, তিনি আমাদের দেয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন,তিনি জানলা দিয়ে তাকিয়ে দেখছেন,জাফরির মধ্য দিয়ে উঁকি মারছেন।