5. পরে ঈশ্বর আমার মনে ইচ্ছা দিলেন যাতে আমি গণ্যমান্য লোকদের, নেতাদের ও সাধারণ লোকদের একত্র করে তাদের বংশ-তালিকা করতে পারি। যারা প্রথমে ফিরে এসেছিল সেই লোকদের বংশ-তালিকা পেলাম। সেখানে যা লেখা ছিল তা এই:
6. বাবিলের রাজা নবুখদ্নিৎসর যে সব ইস্রায়েলীয়দের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই বন্দী অবস্থা থেকে যিরূশালেম ও যিহূদায় নিজের নিজের শহর ও গ্রামে ফিরে এসেছিল।
7. এই লোকেরা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি, মর্দখয়, বিল্শন, মিসপরৎ, বিগ্বয়, নহূম ও বানার সংগে ফিরে এসেছিল।যে সমস্ত ইস্রায়েলীয় পুরুষ লোকেরা ফিরে এসেছিল তাদের সংখ্যা:
8. পরোশের বংশের লোকেরা দু’হাজার একশো বাহাত্তর জন;
9. শফটিয়ের তিনশো বাহাত্তর জন;
10. আরহের ছ’শো বাহান্ন জন;
11. পহৎ-মোয়াবের বংশের যেশূয় ও যোয়াবের বংশের লোকেরা দু’হাজার আটশো আঠারো জন;
12. এলমের এক হাজার দু’শো চুয়ান্ন জন;
16. বেবয়ের ছ’শো আটাশ জন;
17. আস্গদের দু’হাজার তিনশো বাইশ জন;
18. অদোনীকামের ছ’শো সাতষট্টি জন;
19. বিগ্বয়ের দু’হাজার সাতষট্টি জন;