নহিমিয় 12:34-36 পবিত্র বাইবেল (SBCL)

যিহূদা, বিন্যামীন, শময়িয় ও যিরমিয়। এছাড়া তূরী হাতে কয়েকজন পুরোহিতও গেলেন। এঁরা হলেন সখরিয় এবং তাঁর সহকর্মী শময়িয়, অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি। সখরিয়ের পূর্বপুরুষেরা ছিলেন যোনাথন, শময়িয়, মত্তনিয়, মীখায়, সক্কুর ও আসফ। এঁরা ঈশ্বরের লোক দায়ূদের কথামত নানারকম বাজনা নিয়ে চললেন। ধর্ম-শিক্ষক ইষ্রা এই দলের আগে আগে চললেন।

নহিমিয় 12

নহিমিয় 12:31-40