নহিমিয় 10:7-31 পবিত্র বাইবেল (SBCL)

7. মশুল্লম, অবিয়, মিয়ামীন,

8. মাসিয়, বিল্‌গয় ও শময়িয়। এঁরা সবাই পুরোহিত ছিলেন।

11. মীখা, রহোব, হশবিয়,

12. সক্কূর, শেরেবিয়, শবনিয়,

13. হোদীয়, বানি ও বনীনু।

14. লোকদের নেতাদের মধ্য থেকে যাঁরা সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন পরোশ, পহৎ-মোয়াব, এলম, সত্তূ, বানি,

15. বুন্নি, অস্‌গদ, বেবয়,

16. অদোনিয়, বিগ্‌বয়, আদীন,

26. অহিয়, হানন, অনান,

27. মল্লূক, হারীম ও বানা।

30. আমরা আমাদের আশেপাশের জাতিদের সংগে আমাদের মেয়েদের বিয়ে দেব না কিম্বা আমাদের ছেলেদের জন্য তাদের মেয়েদের নেব না।

31. বিশ্রামবারে কিম্বা অন্য কোন পবিত্র দিনে যদি আশেপাশের জাতির লোকেরা কোন জিনিসপত্র কিম্বা শস্য বিক্রি করবার জন্য নিয়ে আসে তবে তাদের কাছ থেকে আমরা তা কিনব না। প্রত্যেক সপ্তম বছরে আমরা জমি চাষ করব না এবং সমস্ত ঋণ ক্ষমা করে দেব।

নহিমিয় 10