দ্বিতীয় বিবরণ 32:3-9 পবিত্র বাইবেল (SBCL)

3. আমি সদাপ্রভুর নাম ঘোষণা করব।তোমরা আমাদের ঈশ্বরেরমহিমা-গান কর।

4. তিনিই আশ্রয়-পাহাড়,তাঁর কাজ নিখুঁত;তাঁর সমস্ত পথ ন্যায়ের পথ।তিনি নির্ভরযোগ্য ঈশ্বর,তিনি কোন অন্যায় করেন না;তিনি ন্যায়বান ও সৎ।

5. তাঁর প্রতি তাঁর লোকেরাজঘন্য ব্যবহার করেছে।তাদের অন্তরের কলংকের জন্যতারা আর তাঁর সন্তান নয়।তারা অবিশ্বস্ত, তাদের মন সরল নয়।

6. হে অবুঝ, বুদ্ধিহীন জাতি!এমনি করেই কি তোমরা সদাপ্রভুকেশোধ দেবে?তিনি কি তোমাদের পিতাও সৃষ্টিকর্তা নন?তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন;তিনিই জাতি হিসাবেতোমাদের স্থাপন করেছেন।

7. সেই পুরানো দিনগুলোর কথা মনে কর;তোমাদের অনেক দিন আগেকারপূর্বপুরুষদের কথা ভেবে দেখ।সেই সব দিনের কথা তোমাদেরপিতাদের জিজ্ঞাসা কর,তাঁরা তোমাদের বলবেন;বুড়ো লোকদের জিজ্ঞাসা কর,তাঁরা তোমাদের বুঝিয়ে বলবেন।

8. মহান ঈশ্বর যখন বিভিন্ন জাতিকে সম্পত্তিভাগ করে দিলেন,আর মানুষকে ভিন্ন ভিন্ন জাতিতেভাগ করলেন,তখন ইস্রায়েল জাতির লোকসংখ্যামনে রেখেতিনি অন্য জাতিদের সীমানাঠিক করে দিলেন।

9. সদাপ্রভুর পাওনা ভাগই হলতাঁর লোকেরা;যাকোব, হ্যাঁ, ইস্রায়েল জাতি হলতাঁর পাওনা সম্পত্তি।

45-46. সমস্ত ইস্রায়েলীয়দের কাছে মোশি তা বলা শেষ করে তাদের বললেন, “যে কথাগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে থাকবার জন্য আজ আমি তোমাদের বললাম তা তোমরা মনে গেঁথে রাখ যাতে এই আইন-কানুনের সব কথা যত্নের সংগে পালন করবার জন্য তোমাদের ছেলেমেয়েদের আদেশ দিতে পার।

দ্বিতীয় বিবরণ 32