10. তিনি তাকে এক মরু-এলাকায় পেলেন,পেলেন গর্জন-ভরা এক নির্জন জায়গায়।তিনি তাকে ঘিরে রাখলেন, যত্ন করলেন;তাকে চোখের মণির মত করেপাহারা দিয়ে রাখলেন,
11. যেমন করে ঈগল পাখী তার বাসায়বাচ্চাদের চঞ্চল করে তোলে,যেমন করে তাদের উপরসে আস্তে আস্তে উড়তে থাকে,যেমন করে তাদের তুলে নেবার জন্যতার ডানা মেলে দেয়,আর যেমন করে তার পাখার উপরতাদের বয়ে নিয়ে যায়।
12. সদাপ্রভু একাই তাকে চালিয়েনিয়ে আসলেন,তাঁর সংগে ছিল না কোন দেব-দেবতা।
13. বিজয়ী হিসাবে তাকে তিনি চালিয়েনিয়ে গেলেনদেশের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে;তাকে ক্ষেতের ফসল খেতে দিলেন।তিনি তাকে খাওয়ালেন সেই মধুযা পাহাড়ের ফাটলে পাওয়া যায়,আর তাকে শক্ত পাথুরে জমিরজলপাইয়ের তেল খাওয়ালেন।