19. রাতের বেলা একটা দর্শনের মধ্যে সেই অজানা বিষয় দানিয়েলের কাছে প্রকাশিত হল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।
20. তিনি বললেন,“ঈশ্বর চিরকাল ধন্য হোন;জ্ঞান ও শক্তি তাঁরই।
21. তিনিই সময় ও ঋতু তাঁর অধীনে রাখেন;তিনি রাজাদের সিংহাসনে বসান ও নামিয়ে দেন।তিনি জ্ঞানীদের জ্ঞান দান করেনআর বুদ্ধিমানদের বুদ্ধি দান করেন।