গীতসংহিতা 94:7-11 পবিত্র বাইবেল (SBCL)

7. তারা বলছে, “এদিকে সদাপ্রভুর চোখ নেই;যাকোবের ঈশ্বর খেয়াল করেন না।”

8. অসাড় অন্তরের লোকেরা, তোমরা কান দাও;ওহে বিবেচনাহীন লোকেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?

9. যিনি কান সৃষ্টি করেছেন তিনি কি শুনতে পান না?যিনি চোখ গড়েছেন তাঁর কি দেখার শক্তি নেই?

10. যিনি সব জাতিকে শাসন করেন ও মানুষকে শিক্ষা দেনতিনি কি শাস্তি না দিয়ে থাকবেন?

11. সদাপ্রভু মানুষের সব চিন্তা জানেন;তিনি জানেন যে, সে সবই নিষ্ফল।

গীতসংহিতা 94