গীতসংহিতা 91:11-14 পবিত্র বাইবেল (SBCL)

11. কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেনযেন সব অবস্থায় তাঁরা তোমাকে রক্ষা করেন।

12. তাঁরা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেনযাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।

13. তুমি সিংহ আর কেউটে সাপের উপর দিয়ে হেঁটে যাবে,যুব সিংহ ও সাপকে পায়ে দলে যাবে।

14. সদাপ্রভু বলছেন, “ভালবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে,তাকে আমি রক্ষা করব;আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব,কারণ সে আমাকে সত্যিই চিনেছে।

গীতসংহিতা 91