গীতসংহিতা 90:5-9 পবিত্র বাইবেল (SBCL)

5. তুমি মানুষকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ,তারা স্বপের মত;তারা যেন সকাল বেলার ঘাস, নতুন করে বেড়ে ওঠা ঘাস।

6. সকালে তা গজিয়ে উঠে বেড়ে উঠতে থাকে;সন্ধ্যায় তা শুকিয়ে শেষ হয়ে যায়।

7. তোমার ক্রোধে আমরা শেষ হয়ে যাই;তোমার জ্বলন্ত ক্রোধে ভীষণ ভয় পাই।

8. আমাদের অন্যায় তুমি তোমার সামনে রেখে থাক;তোমার উপস্থিতির আলোতে আমাদের গুপ্ত পাপ প্রকাশ পায়।

9. তোমার ভীষণ ক্রোধের নীচে আমাদের দিন কেটে যায়;নিঃশ্বাসের মতই আমাদের বছরগুলো শেষ হয়ে যায়।

গীতসংহিতা 90