গীতসংহিতা 89:49-51 পবিত্র বাইবেল (SBCL)

49. হে প্রভু, কোথায় তোমার সেই আগেকার অটল ভালবাসা?তোমার বিশ্বস্ততার দরুন সেই ভালবাসার শপথতুমি দায়ূদের কাছে করেছিলে।

50. হে প্রভু, তোমার দাসদের যে অপমান করা হয়েছেতা তুমি মনে করে দেখ;মনে করে দেখ, অন্যান্য জাতির করা সেই অপমানকেমন করে আমি বুকে বয়ে বেড়াচ্ছি।

51. হে সদাপ্রভু, তোমার শত্রুরা সেই অপমান করেছে;অপমান করেছে তোমার অভিষিক্ত লোককেতাঁর প্রতিটি ব্যাপারে।

গীতসংহিতা 89