গীতসংহিতা 89:4-9 পবিত্র বাইবেল (SBCL)

4. ‘তোমার বংশকে আমি চিরকালের জন্য স্থাপন করব;বংশের পর বংশ ধরে তোমার সিংহাসন স্থির রাখব।’ ” [সেলা]

5. হে সদাপ্রভু, স্বর্গের সব কিছুতোমার সুন্দর মহান কাজের গুণগান করে,পবিত্র দূতদের মধ্যে তোমার বিশ্বস্ততার গৌরব করে।

6. স্বর্গের মধ্যে এমন কে আছেযাকে সদাপ্রভুর সংগে তুলনা করা যায়?স্বর্গদূতদের মধ্যে কে সদাপ্রভুর সমান?

7. পবিত্র দূতদের সভায় সকলে ঈশ্বরকে ভয় ও ভক্তি করে;তাঁর চারপাশের সকলের চেয়েতিনিই বেশী ভক্তিপূর্ণ ভয় জাগান।

8. হে সদাপ্রভু, সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর,কে আছে তোমার মত শক্তিমান, হে সদাপ্রভু?তোমার বিশ্বস্ততা তোমাকে ঘিরে রয়েছে।

9. ফুলে ওঠা সাগরের ঢেউ তোমার শাসনে থাকে;তার ঢেউ উঠলে তাকে তুমিই শান্ত কর।

গীতসংহিতা 89