গীতসংহিতা 88:6-10 পবিত্র বাইবেল (SBCL)

6. তুমি আমাকে মৃতস্থানের সবচেয়ে নীচু জায়গায় রেখেছ,রেখেছ অন্ধকারময় গভীর জায়গায়।

7. তোমার ক্রোধ আমার উপরে চেপে বসে আছে;তোমার সমস্ত ক্রোধের ঢেউ দিয়েতুমি আমাকে তলিয়ে দিচ্ছ। [সেলা]

8. আমার নিজের লোকদের আমার কাছ থেকেতুমি সরিয়ে নিয়েছ;তাদের কাছে তুমি আমাকে ঘৃণার জিনিস করে তুলেছ।আমি আট্‌কা পড়ে গেছি, বেরিয়ে আসতে পারছি না;

9. দুঃখ-কষ্টে চোখ আমার ঝাপ্‌সা হয়ে গেছে।হে সদাপ্রভু, প্রতিদিন আমি তোমাকে ডাকি;আমি তোমার দিকে আমার হাত বাড়িয়ে রেখেছি।

10. যারা মারা গেছে, তাদের জন্য কি তুমি আশ্চর্য কাজ কর?মৃতেরা উঠে কি তোমার প্রশংসা করবে? [সেলা]

গীতসংহিতা 88