গীতসংহিতা 81:7-10 পবিত্র বাইবেল (SBCL)

7. বিপদে পড়ে তুমি আমাকে ডাকলেআর আমি তোমাকে উদ্ধার করলাম;বাজ পড়ার শব্দের আড়াল থেকে আমি তোমাকে উত্তর দিলাম;মরীবার জলের কাছে আমি তোমাকে পরীক্ষায় ফেললাম। [সেলা]

8. হে আমার লোকেরা, তোমরা আমার সাবধান বাণী শোন;হে ইস্রায়েলীয়েরা, আমার একান্ত ইচ্ছা যে, তোমরা আমার কথায় কান দাও।

9. কোন দেব-দেবতা তোমাদের না থাকুক;অন্য কোন জাতির দেবতার কাছেওতোমরা মাথা নীচু কোরো না।

10. আমিই সদাপ্রভু, তোমাদের ঈশ্বর;আমিই মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি।তোমরা বড় করে মুখ খোল, আমি তা ভরে দেব।

গীতসংহিতা 81