6. সদাপ্রভু বললেন, “আমি তার কাঁধ থেকে বোঝা সরিয়ে দিলাম;ঝুড়ি বওয়া থেকে সে রেহাই পেল।
7. বিপদে পড়ে তুমি আমাকে ডাকলেআর আমি তোমাকে উদ্ধার করলাম;বাজ পড়ার শব্দের আড়াল থেকে আমি তোমাকে উত্তর দিলাম;মরীবার জলের কাছে আমি তোমাকে পরীক্ষায় ফেললাম। [সেলা]
8. হে আমার লোকেরা, তোমরা আমার সাবধান বাণী শোন;হে ইস্রায়েলীয়েরা, আমার একান্ত ইচ্ছা যে, তোমরা আমার কথায় কান দাও।
9. কোন দেব-দেবতা তোমাদের না থাকুক;অন্য কোন জাতির দেবতার কাছেওতোমরা মাথা নীচু কোরো না।