1. হে ঈশ্বর, অন্য জাতিরা তোমার সম্পত্তি আক্রমণ করেছে,তারা সেখানে ঢুকে পড়েছে;তোমার পবিত্র ঘরটা তারা অশুচি করেছে;যিরূশালেমকে তারা ধ্বংসের স্তূপ করেছে।
2. তোমার দাসদের মৃতদেহগুলোতারা আকাশের পাখীদের খেতে দিয়েছে;তোমার ভক্তদের দেহের মাংস পৃথিবীর পশুদের দিয়েছে।
3. যিরূশালেমের চারদিকে তারা জলের মত করেতাদের রক্ত ঢেলে দিয়েছে;তাদের কবর দেবার কেউ নেই।
4. প্রতিবেশী জাতিদের কাছে আমরা নিন্দার পাত্র হয়েছি,আমাদের চারপাশের লোকদের কাছেহাসি-তামাশার খোরাক হয়েছি।
5. হে সদাপ্রভু, আর কতকাল?তুমি কি চিরকালই অসন্তুষ্ট হয়ে থাকবে?আর কতদিন তোমার পাওনা ভক্তি না পাওয়ার জ্বালাআগুনের মত জ্বলতে থাকবে?
6. যারা তোমাকে মেনে নেয় না সেই সব জাতির উপরতোমার ক্রোধ ঢেলে দাও,ঢেলে দাও সেই সব রাজ্যগুলোর উপরযারা তোমাকে তোমার যোগ্য সম্মান দেয় না;
7. কারণ তারাই যাকোবের বংশকে যেন শেষ করে ফেলেছে,তার বাসস্থান ধ্বংস করেছে।