56. কিন্তু তবুও তারা মহান ঈশ্বরকে পরীক্ষা করলআর তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করল;তাঁর আজ্ঞা তারা পালন করল না।
57. তাদের পূর্বপুরুষদের মতই তারা ঠিক পথ থেকে সরে গিয়েবিশ্বাসঘাতকতা করল;বেয়াড়া ধনুকের মতই তারা বেঁকে রইল।
58. তারা পাহাড়ের উপরকার বেদীগুলো ব্যবহার করেতাঁকে অসন্তুষ্ট করে তুলল;খোদাই করা প্রতিমা পূজা করেতাঁর পাওনা ভক্তির আগ্রহ বাড়িয়ে তুলল।
59. এ সব দেখে-শুনে ঈশ্বর ভীষণ অসন্তুষ্ট হলেন;তিনি ইস্রায়েলকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করলেন।
60. শীলোতে তাঁর যে আবাস-তাম্বু ছিলতা তিনি ছেড়ে গেলেন;এটা সেই তাম্বু যা তিনি মানুষের মধ্যে স্থাপন করেছিলেন।