20. তিনি পাথরে আঘাত করলেনআর তা থেকে উপ্চে পড়া জলের স্রোত বেরিয়ে আসল;তাই বলে কি তিনি আমাদের রুটিও দিতে পারেন?তিনি কি তাঁর লোকদের জন্য মাংস যোগাতে পারেন?”
21. এ কথা শুনে সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠলেন।যাকোবের বিরুদ্ধে তাঁর অন্তরে আগুন জ্বলে উঠল,ইস্রায়েলের বিরুদ্ধে তাঁর ক্রোধ জেগে উঠল;
22. কারণ ঈশ্বরের উপরে তারা বিশ্বাস করে নি;তিনি যে তাদের উদ্ধার করবেনসেই কথায় তারা নির্ভর করে নি।
23. তবুও তিনি উপরে আকাশকে আদেশ দিলেনআর আকাশের দরজা খুলে দিলেন।