14. দিনে মেঘ দিয়ে আর সারা রাত আগুনের আলো দিয়েতিনি তাদের পথ দেখিয়েছিলেন।
15. মরু-এলাকায় পাথর ফাটিয়ে মাটির নীচের জল থেকেতিনি তাদের অনেক খাবার জল দিলেন।
16. পাহাড়ের মত পাথর থেকেতিনি জলের স্রোত বের করে আনলেন;সেই জল তিনি নদীর মত করে বইয়ে দিলেন।
17. কিন্তু তারা তাঁর বিরুদ্ধে পাপ করতেই থাকল;মহান ঈশ্বরের বিরুদ্ধে মরু-এলাকায় বিদ্রোহ করল।
18. তাদের ইচ্ছামত খাবার দাবি করেমনে মনে তারা ঈশ্বরকে পরীক্ষা করল।
19. তারা ঈশ্বরের বিরুদ্ধে এই কথা বলল,“ঈশ্বর কি মরু-এলাকায় খাবার দিয়েটেবিল সাজাতে পারেন?