গীতসংহিতা 77:8-11 পবিত্র বাইবেল (SBCL)

8. তাঁর অটল ভালবাসা কি চিরদিনের জন্য শেষ হয়ে গেল?তাঁর প্রতিজ্ঞাও কি চিরকালের জন্য বিফল হয়ে গেল?

9. ঈশ্বর কি দয়া করতে ভুলে গেলেন?তিনি কি ক্রোধে তাঁর করুণা বন্ধ করে দিলেন? [সেলা]

10. আমি বললাম, “এটাই আমার দুঃখ যে,মহান ঈশ্বরের ডান হাতখানা বদলে গেছে।”

11. সদাপ্রভুর সব কাজের কথা আমি মনে করব;হ্যাঁ, মনে করব পুরানো দিনে তোমার করাআশ্চর্য কাজগুলোর কথা।

গীতসংহিতা 77