20. তোমার ব্যবস্থার কথা তুমি ভেবে দেখ;দেশের সব লুকাবার স্থানের অনেক বাসস্থানঅত্যাচারে ভরে উঠেছে।
21. তুমি অত্যাচারিত লোকদের অপমানিত হয়েফিরে আসতে দিয়ো না;দুঃখী এবং অভাবী লোকেরাতোমার নামের গৌরব করুক।
22. হে ঈশ্বর, তুমি উঠে বিচার করবার জন্যতোমার মামলা উপস্থিত কর;ভুলে যেয়ো না অসাড়-বিবেক লোকেরাসারা দিন তোমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে।