1. হে ঈশ্বর, বিচার করার যে অধিকার তোমার আছেতা তুমি এই রাজাকে দান কর;এই রাজপুত্রকে তোমার ন্যায়ের জ্ঞান দান কর;
2. যাতে তিনি ন্যায়ভাবে তোমার লোকদের বিচার করতে পারেনআর অত্যাচারিতদের সুবিচার করতে পারেন।
3. তাঁর ন্যায় কাজের মধ্য দিয়ে লোকদের জন্যপাহাড়-পর্বতে ভরা দেশটা মংগলে ভরে উঠুক।