গীতসংহিতা 7:1-2 পবিত্র বাইবেল (SBCL)

1. হে সদাপ্রভু, আমার ঈশ্বর,আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি।যারা আমার পিছনে তাড়া করে আসছেতাদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর,আমাকে রক্ষা কর।

2. তা না হলে সিংহের মত করে তারা আমাকে ছিঁড়ে ফেলবে;ওরা আমাকে টুকরা টুকরা করে ফেলবে,আমাকে বাঁচাবার কেউ থাকবে না।

গীতসংহিতা 7