গীতসংহিতা 69:24-29 পবিত্র বাইবেল (SBCL)

24. তোমার ভীষণ অসন্তোষে তুমি তাদের বকুনি দাও;তোমার জ্বলন্ত ক্রোধ তাদের ধরে ফেলুক।

25. তাদের থাকার জায়গা খালি হয়ে পড়ে থাকুক;তাদের তাম্বুতে বাস করার কেউ না থাকুক।

26. তুমি যাকে শাস্তি দিয়েছতারা তাকেই অত্যাচার করেছে;যাদের তুমি আঘাত করেছতাদের যন্ত্রণাই হল তাদের আলোচনার বিষয়।

27. অন্যায়ের উপর তাদের অন্যায় করে যেতে দাও;তারা যেন তোমার দেওয়া উদ্ধারের ভাগ না পায়।

28. জীবিতদের তালিকা থেকে তাদের নাম যেন মুছে যায়,ঈশ্বরভক্তদের তালিকায় যেন তাদের নাম না থাকে।

29. আমি দুঃখ ও যন্ত্রণার মধ্যে আছি;হে ঈশ্বর, তুমি আমাকে উদ্ধার করেতাদের নাগালের বাইরে রাখ।

গীতসংহিতা 69