29. যিরূশালেমে তোমার ঘর আছে;সেখানেই রাজারা তোমার কাছে উপহার নিয়ে যাবে।
30. তাদের এবং তাদের আনা রূপার টুকরাগুলো পায়ে দলে ফেলেনলবনের বুনো জন্তু ঐ মিসরকে তুমি ধম্কে দাও;ধম্কে দাও বাছুর ও বলদের দলের মত ঐ সব জাতিদের।যে সব জাতি যুদ্ধ ভালবাসে ঈশ্বর তাদের দল ভেংগে দিয়েছেন।
31. মিসর থেকে রাজদূতেরা আসবেন;কূশ তাড়াতাড়ি করে ঈশ্বরের কাছে হাত বাড়িয়ে দেবে।