গীতসংহিতা 68:17-20 পবিত্র বাইবেল (SBCL)

17. ঈশ্বরের রথ হাজার হাজার, লক্ষ লক্ষ;প্রভু সেগুলোর মধ্যে পবিত্র জায়গায় আছেন,যেমন তিনি সিনাই পাহাড়ে ছিলেন।

18. যখন তুমি স্বর্গে উঠলেতখন পরাজিত বন্দীদের চালিয়ে নিয়ে গেলে।লোকদের মধ্যে, এমন কি, বিদ্রোহীদের মধ্যে থাকার সময়তোমার কাছে অনেক দান এসেছিল,যাতে তুমি, হে সদাপ্রভু ঈশ্বর, তাদের মধ্যে থাকতে পার।

19. ধন্য প্রভু, তিনি প্রতিদিনই আমাদের বোঝা বইছেন;তিনিই আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর। [সেলা]

20. আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি উদ্ধার করেন;প্রভু সদাপ্রভু মৃত্যু থেকে রক্ষা করেন।

গীতসংহিতা 68