1. ঈশ্বর উঠুন, তাঁর শত্রুরা ছড়িয়ে পড়ুক আর তাঁর বিপক্ষেরা তাঁর সামনে থেকে পালিয়ে যাক।
2. ধূমার মত করে তুমি তাদের উড়িয়ে দাও;আগুনের সামনে গলে যাওয়া মোমের মতদুষ্টেরা ঈশ্বরের সামনে ধ্বংস হয়ে যাক।
3. কিন্তু ঈশ্বরভক্তেরা খুশী হোকআর ঈশ্বরের সামনে আনন্দ করুক;তারা খুশীতে আনন্দ করুক।