গীতসংহিতা 66:7-11 পবিত্র বাইবেল (SBCL)

7. তাঁর শক্তিতেই তিনি চিরকাল রাজত্ব করেন;তাঁর চোখ সব জাতির উপর রয়েছে।যারা ঈশ্বরের প্রতি বিদ্রোহী তারা নিজেদের বড় মনে না করুক। [সেলা]

8. সমস্ত জাতির লোকেরা, আমাদের ঈশ্বরের গৌরব কর;তাঁর প্রশংসার ধ্বনি যেন শোনা যায়।

9. তিনিই আমাদের বাঁচিয়ে রেখেছেনআর আমাদের পা স্থির রেখেছেন।

10. হে ঈশ্বর, তুমি আমাদের যাচাই করেছ;রূপার খাদ বের করার মত করেতুমি আমাদের পরিষ্কার করেছ।

11. তুমিই আমাদের জালে ফেলেছআর আমাদের পিঠে ভীষণ বোঝা চাপিয়েছ।

গীতসংহিতা 66