11. তুমিই আমাদের জালে ফেলেছআর আমাদের পিঠে ভীষণ বোঝা চাপিয়েছ।
12. তুমি আমাদের মাথার উপর দিয়েযেন লোকদের ঘোড়ায় চড়ে যেতে দিয়েছ।আগুন আর জলের মধ্য দিয়ে আমাদের আসতে হয়েছে,কিন্তু তুমি আমাদের পরিপূর্ণ আশীর্বাদের মধ্যে নিয়ে এসেছ।
13. আমি তোমার ঘরে পোড়ানো-উৎসর্গ নিয়ে আসবআর তোমার কাছে আমার সব মানত পূরণ করব।
14. সেই সব মানতের কথা আমি মুখে বলেছি,আর বিপদের দিনে আমার মুখ তা উচ্চারণ করেছে।
15. আমি তোমার উদ্দেশে মোটা-তাজা পশু দিয়েপোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবআর তার সংগে পোড়ানো ভেড়ার সুগন্ধ উৎসর্গ করব;আমি ষাঁড় ও ছাগল উৎসর্গ করব। [সেলা]