গীতসংহিতা 63:7-10 পবিত্র বাইবেল (SBCL)

7. কারণ তুমিই আমার সাহায্যকারী;তোমার ডানার ছায়ায় আমি গান করি।

8. আমার প্রাণ তোমাকে আঁকড়ে ধরেছে;তোমার ডান হাত আমাকে ধরে রেখেছে।

9. যারা আমার জীবন শেষ করার খোঁজে থাকেতারা পৃথিবীর তলায় সবচেয়ে নীচু জায়গায় নেমে যাবে।

10. তলোয়ারের মুখে তাদের তুলে দেওয়া হবে;তারা হবে শিয়ালের খাবার।

গীতসংহিতা 63