1. হে ঈশ্বর, আমার কান্না শোন; আমার প্রার্থনায় কান দাও।
2. আমি যখনই হতাশায় ভেংগে পড়বতখন পৃথিবীর শেষ সীমায় থাকলেওসেখান থেকে আমি তোমাকে ডাকব।আমাকে তুমি এমন কোন উঁচু আশ্রয়-পাহাড়ে নিয়ে রাখযা আমার নাগালের বাইরে।
3. তুমিই তো আমার আশ্রয় হয়ে আছ;শত্রুর বিরুদ্ধে তুমিই আমার শক্তিশালী দুর্গ।