1. হে ঈশ্বর, তুমি আমাদের অগ্রাহ্য করেছ,আমাদের চুরমার করেছ;তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েছ,কিন্তু এবার তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন।
2. তুমি দেশের উপর ভূমিকম্প এনেছ, ফাটল ধরিয়েছ;তুমি তার ফাটল বন্ধ কর, কারণ দেশ টলছে।
3. তোমার লোকদের তুমি দুর্দিন দেখিয়েছ;তুমি আমাদের এমন আংগুর-রস খাইয়েছযার দরুন আমরা মাতালের মত হাঁটছি।