6. তারা একসংগে জড়ো হয়, আমার জন্য ওৎ পেতে থাকে;আমাকে মেরে ফেলার সুযোগের জন্যতারা আমার চলাফেরা লক্ষ্য করে।
7. অন্যায়ের জন্য কি তারা শাস্তি পাবে না?হে ঈশ্বর, তুমি ক্রোধে জাতিদের ধ্বংস কর।
8. আমি যে কতবার পালিয়ে বেড়িয়েছি সেই কথা তো তুমি জান;আমার চোখের জল দিয়ে তোমার পাত্র তুমি ভরে নাও।এ সবই তো তোমার বইয়ে লেখা আছে।
9. যেদিন আমি তোমাকে ডাকব,সেদিন আমার শত্রুরা পালিয়ে যাবে;আমি জানি ঈশ্বর আমার পক্ষে আছেন।
10. ঈশ্বর, যাঁর বাক্যের গুণ আমি গাই,সদাপ্রভু, যাঁর বাক্যের আমি গুণগান করি,