গীতসংহিতা 55:14-19 পবিত্র বাইবেল (SBCL)

14. আমাদের মধ্যে গভীর যোগাযোগ-সম্বন্ধ ছিল;ঈশ্বরের ঘরে উপাসনাকারী দলের মধ্যেআমরা একসংগে হাঁটা-চলা করতাম।

15. আমার শত্রুদের উপর হঠাৎ মৃত্যু আসুক;তারা জীবিত অবস্থায় মৃতস্থানে নেমে যাক,কারণ তাদের ঘর-বাড়ীতে ও তাদের অন্তরে মন্দতা রয়েছে।

16. কিন্তু আমি ঈশ্বরকে ডাকব,আর সদাপ্রভু আমাকে উদ্ধার করবেন।

17. সন্ধ্যায়, সকালে আর দুপুরেআমি কাতর স্বরে আমার নালিশ জানাতে থাকব,আর তিনি আমার স্বর শুনবেন।

18. যে যুদ্ধ আমার বিরুদ্ধে চলছিলতাতে আমার বিপক্ষের দল বড় ছিল,তাই তিনি আমাকে ছাড়িয়ে এনে নিরাপদে রেখেছেন।

19. ঈশ্বর, যিনি প্রথম থেকেই সিংহাসনে আছেনতিনি শুনবেন এবং তাদের শাস্তি দেবেন। [সেলা]তাদের মনে কোন পরিবর্তন নেই, ঈশ্বরের প্রতি ভয়ও নেই।

গীতসংহিতা 55