11. তার মধ্যে চলছে ধ্বংসের কাজ;অত্যাচার আর ছলনার কাজ শহরের চকে লেগেই আছে।
12. যে আমাকে অপমান করছে সে যে আমার শত্রু তা নয়,তাহলে আমি সহ্য করতে পারতাম;যে আমার চেয়ে নিজেকে বড় করছেসে যে আমার বিপক্ষের লোক তা নয়,তাহলে আমি তার কাছ থেকে লুকাতাম।
13. কিন্তু তা করেছ তুমি, আমারই সমান একজন মানুষ,আমার অন্তরের সাথী, আমার ঘনিষ্ঠ বন্ধু।
14. আমাদের মধ্যে গভীর যোগাযোগ-সম্বন্ধ ছিল;ঈশ্বরের ঘরে উপাসনাকারী দলের মধ্যেআমরা একসংগে হাঁটা-চলা করতাম।
15. আমার শত্রুদের উপর হঠাৎ মৃত্যু আসুক;তারা জীবিত অবস্থায় মৃতস্থানে নেমে যাক,কারণ তাদের ঘর-বাড়ীতে ও তাদের অন্তরে মন্দতা রয়েছে।
16. কিন্তু আমি ঈশ্বরকে ডাকব,আর সদাপ্রভু আমাকে উদ্ধার করবেন।