4. যারা মন্দ কাজ করে বেড়ায় তারা কি এতই অবুঝ?লোকে যেমন করে খাবার খায়তেমনি করেই তারা আমার লোকদের খেয়ে ফেলে;তারা ঈশ্বরকে ডাকে না।
5. তোমার আক্রমণকারীদের হাড়গোড় তিনি ছড়িয়ে রেখেছেন;আগে তাদের ভয় ছিল না, তবুও তারা এখন ভীষণ ভয় পেল;ঈশ্বর তাদের বাতিল করেছেন, তাই তুমি তাদের লজ্জায় ফেলেছ।